নবীগঞ্জ প্রতিনিধি:নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের নাদামপুর গ্রাম থেকে একটি বৈদ্যুতিক ট্রান্সমিটার চুরি হওয়ায় ৬দিন অতিবাহিত হলেও নতুন ট্রান্সমিটার স্থাপন না করায় ওই গ্রামের প্রায় ৩৫/৪০টি পরিবারসহ গ্রামের একটি মসজিদ বিদ্যুতের আলো থেকে বঞ্চিত রয়েছে। গ্রামবাসী সূত্রে জানা যায়,গত ১৫মার্চ রাতে একটি সংঘবদ্ধ চুরের দল নাদামপুর গ্রাম থেকে ট্রান্সমিটারটি চুরি করে নিয়ে যায়। ফলে গ্রামটি অন্ধকার হয়ে পড়ে। চুরি হওয়া ট্রান্সমিটারের সাথে স্থানীয় বাজারের কিছু ব্যবসা প্রতিষ্টান এমনকি একটি মসজিদের সংযোগ ও রয়েছে। বিশেষ করে মসজিদটি অন্ধকারে থাকায় মসল্লিরা নামাজ আদায়ে দুর্ভোগ পোহাচ্ছেন। অভিলম্বে গ্রামটিতে নতুন ট্রান্ষমিটার স্থাপন করার জন্য গ্রামবাসী কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। নাদামপুর গ্রামের সাংবাদিক এস এইচ মিলাদ বিষয়টি নিশ্চিত কওে জানান, গত প্রায় ৬/৭বছরে গ্রাম থেকে প্রায় ১০বার ট্রান্সমিটার চুরির ঘটনা ঘটেছে ।
Leave a Reply