জগন্নাথপুর২৪ ডেস্ক::
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জের আউশকান্দি এলাকায় মালবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগার পর পাশে দাঁড়িয়ে থাকা এক মাইক্রোবাসচালককে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হয়েছেন তিনি।
ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ২টায়। নিহত মাইক্রোবাসচালকের নাম সফিক মিয়া। তিনি সুনামগঞ্জ জেলার বিশম্বরপুর উপজেলার বাকীদার গ্রামের আব্দুর রহিমের ছেলে।
জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল এলাকায় অবস্থিত একটি মাজার জিয়ারতের উদ্দেশে শুক্রবার বাড়ি থেকে রওয়ানা হয়েছিলেন সফিক মিয়া। নবীগঞ্জের আউশকান্দি এলাকায় পৌঁছে সিএনজি স্টেশনে থেমে মাইক্রোবাসে গ্যাস নেওয়ার সময় রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন এর চালক সফিক। এ সময় ট্রাকটি (চট্র মেট্রো-শ-১১-২৩৩৪) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানার পুলিশ এবং নবীগঞ্জের ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করেন।
দুর্ঘটনাকবলিত ট্রাক ও নিহত ব্যক্তির মরদেহ শেরপুর হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. আব্দুল হামিদ।
Leave a Reply