রাকিল হোসেন নবীগঞ্জ থেকে:: পুলিশই জনতা, জনতাই পুলিশ এই শে¬াগানকে সামনে রেখে আগামী ১২ই নম্বেবর জেলা পুলিশিং কমিউনিটি সমাবেশ উপলক্ষে শনিবার করগাও ইউপি কমিউনিটি পুলিশের উদ্দেগ্যে ইউপি কমপে¬ক্সে প্রস্তুতি সভা অনুষ্টিত হয়। সভায় ইউপি চেয়ারম্যান ছাইম উদ্দিন সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ থানা অফিসার ইনর্চাজ মোঃ আব্দুল বাতেন খাঁন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পুলিশিং কমিউনিটির সাধারন সম্পাদক শামীম আহমদ চৌধুরী, ইউপি পুলিশিং কমিউনিটির সাধারন সম্পাদক শৈলেন চন্দ্র দাশের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউপির দায়িত্ব প্রাপ্ত এস আই আবুল খায়ের, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক রুবেল মিয়া, মালিক লাল দাশ, আব্দুর রউপ, ভৈরব দাশ, যুবলীগ নেতা আব্দুল কদ্দুস সাগর, ইউপি সদস্য দেলোয়ার হোসেন, মনর উদ্দিন অধির চন্দ্র দাশ, শশাংক শেখর দাশ, আলফাস মিয়া, রবিন্দ্র চন্দ্র দাশ, তপু চৌধুরী, লিটন চন্দ্র দাশ, মোঃ জিতু মিয়া, সালেহা বেগম, রেনু বেগম, সোনারা বেগম, বিশিষ্ট ব্যবসায়ী সুনুক মিয়া, রমজান আলী, শিক্ষক তপনজ্যোতি রায়, অশেষ কুমার দাশ, মুহিত মিয়া, সুদীসন দাশ, আনছার উল¬্যা, নুনু মিয়া, পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক অনন্ত কুমার দাশ, মুহিত মিয়া, এমদাদুলণ হক, জহুর লাশ দাশ, সফর আলী প্রমূখ। সভায় আগামী ১২ই নম্বেভর জেলা পুলিশের সমাবেশে অংশ গ্রহন করার সিদ্ধান্ত গৃহিত হয়।