নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি::হবিগঞ্জের নবীগঞ্জে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে চেক ও ঢেউটিন বিতরন করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে উপজেলা পরিষদের সামনে নবাগত উপজেলা নিবার্হী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল¬াহ‘র সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে ৩ হাজার টাকার চেক ও ঢেউটিন বিতরন করেছেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য এমএ মুনিম চৌধুরী বাবু।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, প্রেসক্লাব সভাপতি এটিএম সালাম, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্মেলেন্দু দাশ রানা, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আমিনুর রহমান সুমন।
উলে¬খ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ৭২ টি ক্ষতিগ্রস্থ পরিবারকে উক্ত চেক ও ঢেউটিন বরাদ্ধ দেয়া হয়। এর আগে গত ১১ এপ্রিল ২৮টি ক্ষতিগ্রস্থ পরিবারকে ঢেউটিন ও চেক দেয়া হয়েছিল। গতকাল অন্যান্য ক্ষতিগ্রস্থদের চেক ও ঢেউটিন দেয়া হয়।