রাকিল হোসেন ইনাতগঞ্জ : ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি জে আই সি স্যুট গার্মেন্টেসের শ্রমিক ও সিএনজি(অটোরিক্সা) শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে মহিলা শ্রমিকসহ উভয় পক্ষের ৩০ জন আহত হন। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় আধ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। স্থানীয় সংসদ সদস্য ও বিশিষ্ট ব্যাক্তিবর্গের সহযোগিতায় পুলিশ পরিস্থতি নিয়ন্ত্রনে আনে। জানাযায়, রবিবার সাড়ে ৭টার সময় উপজেলার আউশকান্দি সিএনজি শ্রমিক ও গোপলার সিএনজি অট্রোরিক্সা শ্রমিকদের মধ্যে পূর্ব শত্র“তার জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারির হয়। পরবর্তীতে আউশকান্দি কতিপয় সিএনজি শ্রমিকরা গোপলার বাজারের সিএনজি শ্রমিককে মারার জন্য আউশকান্দি জে,আই,সি স্যুট গার্মেন্টেস এর প্রবেশ মূখে ধাওয়া করে। এসময় গার্মেন্টেসের কর্তব্যরত সিকিউরিটি তাদেরকে গার্মেন্টস সীমানা থেকে সরে যেতে বলে। এতে উত্তেজিত শ্রমিকরা সিকিউরিটি শাহ জাহানকে মারধর শুরু করলে ত্রী-মূখি সংর্ঘষ বাঁধে । এ সময় দেশীয় অস্ত্র সহ ইট পাটকেলের আঘাতে গার্মেন্টেসের সাইনবোর্ড ও গ্লাস সহ বিভিন্ন ক্ষতি সাধিত হয়।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল বাতেন খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে আমরা তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখনো এ ব্যাপারে কোন মামলা দায়ের হয়নি।