জগন্নাথপুর২৪ ডেস্ক::
নবীগঞ্জ পৌর এলাকার রাজাবাদ গ্রামের অসহায় দরিদ্র কৃষকের একটি গাভী চুরি করে সেটি জবাই করে মাংস নিয়ে চামড়া ধানক্ষেতে ফেলে দিয়ে চম্পট দিয়েছে অজ্ঞাত চোরের দল।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৩ ডিসেম্বর) রাতে পৌর এলাকার কামাল উদ্দিন ফুরুত মিয়ার একটি গাভী চুরি করে নিয়ে যায় অজ্ঞাত চোরেরা।
শনিবার (০৪ ডিসেম্বর) বেলা ২ টার দিকে একই গ্রামের আজগর আলীর পুত্র রাজু মিয়া প্রথম দেখতে পান নবীগঞ্জ-বানিয়াচং সড়কের আব্দুল মন্নাফ মাস্টারের বাড়ির পিছনে আমন ধানের জমিতে একটি গরুর চামড়া পড়ে আছে এবং পাশে রক্তের দাগ রয়েছে।
এ খবর পেয়ে গাভীর মালিক ফুরুত মিয়া দ্রুত ঘটনাস্থলে যান। এ সময় সেখানে ছুটে যান স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর লুৎফর রহমান মাখন, রাজাবাদ গ্রামের মুরব্বি মহিবুর রহমানসহ স্থানীয় লোকজন।
সকলের উপস্থিতিতে গাভীর মালিক ফুরুত মিয়া গাভীর চামড়া দেখে এটি তার গরুর চামড়া বলে শনাক্ত করেন। পরে উপস্থিত মুরব্বিরা তাকে থানায় অভিযোগ দেয়ার পরামর্শ দেন। গাভীটির মূল্য আনুমানিক ৬০ হাজার টাকা হবে বলে জানিয়েছেন গাভীর মালিক।