রাকিল হোসেন নবীগঞ্জ থেকে:নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট ফকিরপাড়া গ্রামে এক কৃষকের বাড়ীতে গাভীর বাচ্চার মুখে আল্লাহর নাম ডাকতে শুনা গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই গাভীর বাচ্চাকে এক নজর দেখার জন্য শত শত জনতা ভীড় করছেন ওই বাড়ীতে।
সরেজমিনে গিয়ে জানাযায়, দেবপাড়া ইউনিয়ন জাতীয় যুবসংহতির আহবায়ক সদরঘাট ফকিরপাড়া গ্রামের ক্বাজী জাহান নুর আলীর বাড়ীতে গত সোমবার রাতে একটি গাভী বাচ্চা প্রসব করে। এর কিছুক্ষন পর থেকেই বাচ্চাটি আল্লাহর নাম ডাকতে শুরু করে। বিষয়টি প্রথমে আশপাশের লোকজনের মধ্যে জানাজানি হলে সাধারন মানুষ এক নজর দেখার জন্য ওই বাড়ীতে ভীড় জমান। এ বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়লে আরো চাঞ্চল্যের সৃষ্টি হয়। এখন ওই গাভীর মালিক মানুষের ভীড় সামলাতে মুটামুটি হীমশিম খেতে হচ্ছে তাদের। এ ব্যাপারে গাভীর মালিক বাচ্চার মালিক ক্বাজী জাহান নুর আলী বলেন, বাচ্চা প্রসবের সময় তারা বাড়ীর লোকজন প্রথমে খেয়াল করেননি। তাদের বাড়ীর কাজের লোকের কাছ থেকে শুনে গিয়ে দেখেন ঘটনা সত্য। তিনি বলেন, বাচ্চাটিকে মানুষ দেখার জন্য পাগল হয়ে তাদের বাড়ীতে আসছে।
Leave a Reply