Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

নবীগঞ্জে কারের ধাক্কায় ৪জন আহত

রাকিল হোসেন: নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ-কসবা সড়কে চলন্ত কারের ধাক্কায় ৪জন আহত হয়েছে। আহতরা হলেন উপজেলার দীঘলবাক ইউনিয়নের কসবা গ্রামের আব্দুল আমিন(৩৫),রব্বুল মিয়া(৪০),সাহের মিয়া(৩৬),রুহুল(২৫)। তাদেরকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়,কার চালক কসবা গ্রামের মোস্তফা মিয়ার সাথে আহত আব্দুল আমিন এর বিরোধ ছিল। গতকাল বুধবার দুপুরে উলে¬খিত সড়ক দিয়ে মোস্তফা কার চালিয়ে আসার সময় আব্দুল আমিসহ আহতরা কারটি থামাতে চায়। এ সময় মোস্তফা গাড়ীটি না থামিয়ে তাদের উপর দিয়ে চালিয়ে যেথে চাইলে উলে¬খিত ৪জন আহত হন। পরে স্থানীয় লোকজন কারসহ মোস্তফাকে আটক করেন।

Exit mobile version