ইনাতগঞ্জ থেকে নিজস্ব সংবাদদাতা : নবীগঞ্জ উপজেলার দৌলতপুর হাফিজিয়া মাদ্রাসার হিফজ্ বিভাগের ছাত্র মোঃ মাসুদ মিয়া (১৩) দীর্ঘ ১ মাস ধরে সন্ধান পাওয়া যায় নি। এনিয়ে পরিবারের লোকজন চরম দূশ্চিন্তায় ভোগছেন। ছেলে নিখোঁজের ঘটনায় বাবা-মা পাগল প্রায়। এ ব্যাপারে মাদ্রাসার ছাত্র মাসুদের ভাই রোমান আহমদ রাহি নবীগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরী নং ১২৪০ তারিখ ২৯-০৯-২০১৫ইং। নিখোজঁ মাসুদ মিয়া উপজেলার দীঘলবাক ইউনিয়নের রাধাপুর ( জামাঁরগাও) গ্রামের ক্বারী কৌছর উদ্দিন ( কমরু) এর ছেলে।
পারিবারিক ও ডায়েরী সুত্রে জানাযায়, উক্ত মাদ্রাসার ছাত্র মাসুদ মিয়া বিগত ০৫/০৯/২০১৫ইং তারিখে দৌলতপুর হাফিজিয়া মাদ্রাসায় যায়। বেলা আড়াই টার দিকে মাদ্রাসার ছুটি শেষে বাড়ি ফেরার পথে সে নিখোঁজ হয়। এদিকে নির্দৃষ্ট সময়ের মধ্যে কিশোর মাসুদ বাড়িতে ফিরে না আসায় তার অভিভাবকরা মাদ্রাসাসহ বিভিন্ন স্থানে খোজাঁখুজি করেও তার সন্ধান পাওয়া যায় নি। পরে তার ভাই থানায় সাধারণ ডায়েরী করেন। এ ছাড়া কিশোর মাসুদ মিয়া ১ মাস ধরে নিখোজ থাকার ঘটনায় পরিবারের লোকদের মধ্যে চরম উৎকন্ঠা বিরাজ করছে। কিশোর মাসুদ নিখোঁজ না অপহরন এনিয়ে আলোচনার ঝড় বইছে। নিখোঁজের সময় তার পড়নে নীল রংয়ের পাঞ্জাবী, সাদা টুপি ও টাউজার ছিল। উক্ত কিশোর মাসুদকে ফিরে পেতে তার পরিবার আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতা কামনা করেছেন।
Leave a Reply