নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : ঢাকা-সিলেট মহা সড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মজলিশপুর নামক স্থান থেকে গতকাল সোমবার সকালে একটি অজ্ঞাত ব্যক্তির (৪০) লাশ উদ্ধার করেছে শেরপুর হাইওয়ে পুলিশ।
জানাযায়, সোমবার সকালে মহা সড়ক দিয়ে কয়েক জন লোক যাওয়ার সময় সড়কের পাশে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, অজ্ঞাত গাড়ীর চাপায় অজ্ঞাতনামা (৪০) ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। পরে আঞ্জুমানে মফিদুল ইসলাম হবিগঞ্জে প্রেরন করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত অজ্ঞাত লাশের কোন পরিচয় পাওয়া যায়নি।
Leave a Reply