Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

নবীগঞ্জে আইনশৃংঙ্খলা কমিটির সভা

রাকিল হোসেন: নবীগঞ্জ উপজেলা আইনশৃংঙ্খলা উন্নয়ন কমিটির সভা বৃহস্পতিবার উপজেলা হলরুমে অনুষ্টিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল¬াহর সভাপতিত্বে অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ আলমগীর চৌধূরী, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, সহকারী কশিনার (ভুমি) মোঃ আনোয়ার হোসেন, উপজেলা মুক্তিযোদ্বা কমান্ডার নুর উদ্দিন বীর প্রতীক, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ডাঃ শাহ আবুল খায়ের, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, জাতীয় পার্টির সদস্য সচিব মাহমুদ চৌধুরী, নবীগঞ্জ ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি ইজাজুর রহমান, নবীগঞ্জ থানার অফিসার্স ইনচার্য আব্দুল বাতেন খান, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ সরওয়ার শিকদার, সমাজ সেবা কর্মকর্তা আব্দুর নুর, পল¬ী বিদ্যুতের ডিজিএম বজন কুমার বর্মন, ইউপি চেয়ারম্যান এডঃ মাসুম আহমেদ জাবেদ, মেহের আলী মহালদার, উপজেলা মিনিবাস মালিক সমিতির সাধারন সম্পাদক মাহবুবুল আলম সুমন, শ্রমিক সমিতর সভাপতি ইয়াওর মিয়া প্রমুখ। সভায় বক্তাগন ইদানিং নবীগঞ্জ উপজেলায় চুরি, ডাকাতি বৃদ্বিতে উদ্বেগ প্রকাশ করে পুলিশ টহল আরো জোরদার করার আহবান জানানো হয়। এ ছাড়া দুটি গুম হত্যার ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করে দোষিদের গ্রেফতার করার আহবান জানিয়ে কোন নিরপরাধ লোক যেন হয়রানির শিকার না হয় সেই দিকে খেয়াল রাখার আহবান জানানো হয়। পরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে উপজেলা হলরুমে এক প্রস্তুতি সভা অনুষ্টিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল¬াহর সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ আলমগীর চৌধূরী, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা মুক্তিযোদ্বা কমান্ডার নুর উদ্দিন বীর প্রতীক, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ডাঃ শাহ আবুল খায়ের, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি ইজাজুর রহমান, নবীগঞ্জ থানার অফিসার্স ইনচার্য আব্দুল বাতেন খান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদ ইয়াছমিন, কৃষি কর্মকর্তা মোঃ দুলাল উদ্দিন, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রিজভী আহমেদ খালেদ, ইউপি চেয়ারম্যান এডঃ মাসুম আহমেদ জাবেদ, মেহের আলী মহালদার, শিক্ষক সমিতির সভাপতি দিপ্তেন্দু নারায়ন রায়, ব্রাক ওয়াশ কর্মসুচীর উপজেলা ম্যানাজার মেজবাহুল হক প্রমুখ।

Exit mobile version