নবীগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের দত্তগ্রামে পারিবারিক বিরোধের জের ধরে দু,পক্ষের সংঘর্ষে মহিলাসহ ৬ জন আহত হয়েছে। আহতদের মধ্যে তাজুদ মিয়া(৩৫)কে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকীদের গুরুতর অবস্থায় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়েছে।
জানা যায়,মঙ্গলবার দত্তগ্রামের আব্দুল কাদিরের ছেলে আঙ্গুর মিয়া একই গ্রামের নজির মিয়ার কন্যা সুজিয়া বেগমকে বিয়ে করে। বিয়ের পর কিছু দিন ঘর সংসার করে স্ত্রীকে রেখে বাড়ী থেকে নিরুদ্দেশ হয়ে যায়। বাড়ী থেকে নিরুদ্দেশ হওয়া আঙ্গুর মিয়া চট্টগ্রামে আরেকটি বিয়ে করে সেখানে ঘর সংসার করে। এদিকে গত রবিবার রাতে আঙ্গুর মিয়ার চাচাতো ভাই মশাহিদ গলায় ফাস দিয়ে আতœহত্যা করলে আঙ্গুর খবর পেয়ে বাড়ীতে আসে। আঙ্গুরের স্ত্রী সুজিয়া বেগম বিচার দাবি করে। এনিয়ে কথাকাটাকাটি হয়। এর জের ধরে প্রতিপক্ষের লোকজন নজির মিয়া ও তার পরিবারের উপর চড়াও হয়। একপর্যায়ে সংঘর্ষ বাধলে জাহেরা বেগম(১৪) সুজিয়া বেগম(২২) নজির মিয়া(৬০) সালেহ আহমদ(২৭) অজুদ মিয়া(৩৫) সোহান মিয়া(১৭) আহত হয়। তাদেরকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।