অমিত দেব::‘বছরর পয়লা (প্রথম) দিন যদি ভালা যায়, সারা বছর উ ভালা যাইব। এ বিশ্বাস নিয়ে নতুন বছরের প্রথম দিনকেই ধান কাটার জন্য ঠিক করেছিলেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নলুয়ার হাওরের কৃষক দাসনোওয়াগাঁও গ্রামের সুখলাল দাস। মঙ্গলবার বাংলা নববর্ষের দিনে দুই কেদার জমির ধান কেটে মাড়াই দিয়ে গোলায় ধান তুলবছেন তিনি। সুখলাল জানান, এবার তিনি ১০ কেদার জমিতে বোরা আবাদ করেছেন। (৩০ শতকে এক কেদার) ধান পাকা শুরু হয়েছে। জমিতে বাম্পার ফলনও হয়েছে। তাই বছরের প্রথম দিন শুভ দিন দেখে ধান কাটেছেন। তার স্ত্রী সুমতি রানী নতুন ধান শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন।
শুধু সুখলালই নন আরও অনেক কৃষককে বছরের প্রথম দিনে ধান কাটেছেন তেমনি একজন কৃষক ভূরাখালী গ্রামের হেকিম উল্যাহ বলেন, একমাত্র বোরো ফসলের ওপর হাওরপাড়ের কৃষকরা নির্ভরশীল। তাই আমাদের নিকট ফসল ঘরে তোলার আনন্দের চেয়ে আর বড় কোন আনন্দ নেই। ধান পেকে গেছে। বছরের পয়লা দিন থেকে কাটা শুরু করলাম।
সরেজমিনে নলুয়ার হাওর ঘুরে দেখা গেছে, হাওরে আধা পাকা ধানের শীষ দুলছে। সবুজের সমারোহে হাওরবাসীর চোখে মুখে আনন্দের প্রতিছব্বি। কিছু কিছু কৃষক ধান কাটতে শুরু করেছেন। অনেক শ্রমিক সংকটে ধান কাটতে পারছেন না। তবে কৃষকরা ধান কাটার প্রস্তুতি হিসেবে যাবতীয় উপকরণ সংগ্রহে করছেন। ।( যেমন কাচি,বস্তা, টুকরি,চাটাই) আর কৃষানীরা ব্যস্ত খলা তৈরী ও ধান রাখার উগার (ভাড়াল) তৈরীতে।
কৃষকরা জানান, ধান তোলার আনন্দ উৎসাহের মধ্যে তাদের মধ্যে শংকা কাজ করছে। প্রাকৃতিক বিপর্যয় নিয়ে। যদি ১৫দিন সময় পান তাহলে হাওরের অধিকাংশ ধান উঠে যাবে বলে কৃষকরা মনে করছেন।
যুক্তরাজ্য প্রবাসী চিলাউড়া গ্রামের জিল্লুর রহমান বলেন, আমরা প্রবাসী হলেও কৃষিই আমাদের প্রধান অবলম্বন। বাপ-দাদার বুনিয়াদী ধারা ধরে রেখেছি। তিনি জানান, নলুয়ার হাওরে তাদের ২০ হাল (১২ কেদারে এক হাল) বোরো জমি রয়েছে। প্রতি বছর দেশে এসে শ্রমিক দিয়ে জমি চাষ করি। আবার ধান তোলার সময় দেশে আসি। এবারও দেশে এসে ধান তোলার কাজ করছি।
ধান গোলায় তুলতে পারলেই কৃষক খুশি এ কথা জানিয়ে স্বজনশ্রী গ্রামের কৃষক জুবেল মিয়া বলেন, একমাত্র বোরো ফসলের ওপর আমার ১০ সদস্য পরিবারের রিজিক। এবার ২৫কেদার বোরো চাষাবাদ করেছি। বৈশাখী তোলার পর বছরের খোরাক (খাদ্য) রাখার পর ছেলের বিয়ে করাব বলে ঠিক করেছি।
উপজেলা হাওর উন্নয়ন সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান বলেন, কৃষি নির্ভর উপজেলার মানুষ একমাত্র বোরো ফসলের ওপর নির্ভরশীল। তাই বোরো ধান তুলোর সময় কৃষক পরিবারে সকল সদস্য মিলেমিলে আনন্দ উৎসবের মধ্যে দিয়ে গোলায় ধান তুলেন। কারণ ধান ঘরে উঠলেই কৃষকরা সাবলম্বী আর না তুলতে পারলে তাদের কষ্টের সীমা থাকেনা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, চলতি বোরো মৌসুমে জগন্নাথপুর উপজেলার ২০ হাজার ৫০০ হেক্টর জমিতে বোরো চাষাবাদ করা হয়। ইতিমধ্যে ৫০ ভাগ ধান পেকে গেছে। কাটা হয়েছে ১০ ভাগ।
উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান জানান,ইতিমধ্যে হাওরের অধিকাংশ ধান পেকে গেছে। আমরা প্রাকৃতিক বিপর্যয়ের কথা চিন্তা করে ৮০ ভাগ ধান পেকে গেলে কেটে নেয়ার জন্য কৃষকদেরকে বলছি। এছাড়াও ধান পাকার সাথে সাথে কেটে বাড়িতে নিতে মাইকিং করা হচ্ছে বলে তিনি জানান।
জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা বলেন, হাওরপাড়ের মানুষ এবার অন্যরকম উৎসাহ উদ্দিপনায় ধান কাটা শুরু করেছেন। বছরের প্রথম দিন থেকে জোরেশোরে চলছে ধান কাটা। প্রাকৃতিক বিপযয় না এলে আবহাওয়া ভাল থাকলে ১৫ দিনের মধ্যে ধান কাটা শেষ হবে।