জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: বাংলাদেশ সেনা বাহিনীর নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেলেন লেফটেন্যান্ট জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। আগামী ২৫ জুন বর্তমান সেনাপ্রধানের মেয়াদ শেষ হলে তিনি দায়িত্ব গ্রহণ করবেন।
আন্ত:বাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এর পরিচালক মো: শাহীনুল ইসলাম সেনা প্রধান নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন।
দায়িত্ব গ্রহণের পর শফিউল হক হবেন দেশের ১৫ তম সেনাপ্রধান। তিনি বর্তমান সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন। সরকার তাকে ২০১২ সালের ২৫ জুন থেকে পরবর্তী ৩ বছর মেয়াদের জন্য সেনাপ্রধান নিয়োগ দেয় এবং ওই দিনই তিনি লে. জেনারেল থেকে জেনারেল পদে পদোন্নতি পান। তিনি জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীনের স্থলাভিষিক্ত হন।
লে: জে: আবু বেলাল মোহাম্মদ শফিউল হক সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) পদে কর্মরত ছিলেন।
Leave a Reply