Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

নতুন ধরনের করোনা প্রতিরোধে কতটা সক্ষম ফাইজারের টিকা

জগন্নাথপুর২৪ ডেস্ক::

মহামারি করোনাভাইরাসের নতুন ধরনের সংক্রমণ প্রতিরোধে ফাইজার-বায়োএনটেকের টিকা কাজ করবে বলে জানিয়েছেন বায়োএনটেকের প্রধান গবেষক ও স্বত্বাধিকারী উগুর শাহিন।

যুক্তরাজ্যসহ করোনার নতুন ধরন কয়েকটি দেশে ছড়িয়ে পড়ার খবরে গত সোমবার রাতে জার্মানি প্রেস এজেন্সির সঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

ওই প্রেস এজেন্সির উদ্ৃব্দতি দিয়ে জার্মানির ডের স্পিগেল নামে এক পত্রিকার প্রতিবেদনে বলা হয়, ‘উগুর শাহিন বলেছেন, বায়োএনটেক-ফাইজারের টিকাটি যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন স্টেইনের বিরুদ্ধে কাজ করবে। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেই তিনি এ বিষয়ে আত্মবিশ্বাসী। এরই মধ্যে অন্য ২০টি রূপান্তরিত ভাইরাসের বিরুদ্ধে এই টিকার সক্ষমতা পরীক্ষা করা হয়েছে। এতে টিকাটি অন্য রূপান্তরিত ভাইরাসগুলোকে প্রতিবারই নিষ্ফ্ক্রিয় করেছে।’

এদিকে আলোচনায় থাকা মডার্না ও অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার দুটি টিকাই নতুন ধরনের এ ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হবে বলে মনে করছেন গবেষকরা। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, করোনারভাইরাসের যেসব টিকা কার্যকর প্রমাণিত হয়েছে, সেগুলো নতুন এই ভাইরাসের বিরুদ্ধেও কাজ করবে।

Exit mobile version