জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক :: নতুন করে ছাত্রলীগের স্কুল কমিটি দেওয়া হবে না বলে জানিয়েছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। শনিবার সন্ধ্যায় তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার দুপুরে বাংলা একাডেমিতে বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ছাত্রলীগের আলোচনা সভায় ছাত্রলীগের স্কুলে কমিটি গঠনের ধারণাটা সঠিক হয়নি বলে বক্তব্য করেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, এটা এখন দরকার নাই। কলেজ, বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি থাকবে, থাকতে হবে।
ওবায়দুল কাদেরের বক্তব্য প্রসঙ্গে ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসাইন বলেন, ‘মন্ত্রী আমাদের স্কুল কমিটি না দেওয়ার কথা বলেছেন। তিনি বলেছেন, এটা এখন দরকার নেই। তবে কলেজ, বিশ্ববিদ্যালয়ের কমিটির ব্যাপারে তিনি কিছু বলেননি।’
মাধ্যমিক স্কুলে ছাত্রলীগের কমিটি গঠনের নির্দেশ আসার এক মাসের মধ্যেই তা বাতিলের নির্দেশ দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘এই ধরনের কমিটির কোনো দরকার আছে বলে মনে করি না। এগুলোতে সমালোচনা বাড়াবে।’
ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের বিষয়ে জাকির হোসাইন বলেন, ‘আমরা স্কুল কমিটি দেব না। বিশ্ববিদ্যালয়, কলেজগুলোতে দেওয়া হবে। আর যেসব স্কুল কমিটি এর আগে দেওয়া হয়েছে, তা অব্যাহত থাকবে। স্থগিত করা হবে না।’
গত ২১ নভেম্বর মাধ্যমিক স্কুলে কমিটি করার সিদ্ধান্ত নেয় ছাত্রলীগ। আর এক মাস পর শনিবার ছাত্রলীগের এক অনুষ্ঠানে স্কুল কমিটি গঠন করতে বারণ করলেন ওবায়দুল কাদের।
Leave a Reply