জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: নতুন ইতিহাস গড়লেন বাংলাদেশের তরুণ পেসার মুস্তাফিজুর রহমান। তিন ম্যাচের সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় নাম লেখালেন সম্ভাবনাময় এই তরুণ।
ভারতের সাথে ওয়ানডে ম্যাচে পরপর দুই ম্যাচে ১১ উইকেট নিয়েছেন বাঁ-হাতি এই পেসার। প্রথমটিতে ৫টি ও পরেরটিতে ৬ উইকেট। আজ তৃতীয় ওয়ানডেতে রোহিততে আউট করে ১২টি উইকেট লাভ করেন। খেলার শেষ পর্যায়ে ৪৮ ওভারে রায়ানাকে বোল্ড করে ১৩টি উইকেট নিয়ে রায়ান হ্যারিসের পাশে জায়গা করে নিলেন।
এতদিন এককভাবে রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার রায়ান হ্যারিসের। ২০১০ সালের জানুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে রায়ান হ্যারিস ৩ ম্যাচ সিরিজে নিয়েছিলেন ১৩ উইকেট। মুস্তাফিজও তিন ম্যাচ সিরিজে নিলেন ১৩ উইকেট।
আর একটি উইকেট পেলেই অসি পেসারকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়তেন মুস্তাফিজ।কিন্তু শেষমেষ আর ওভার বাকি ছিল না। আর মুস্তাফিজের ওভারও শেষ হয়ে যায় আগেই।আর স্মরনীয় এ্ই ইনিংসের স্বাক্ষী থাকলেন মুস্তাফিজের বাবা মা। সুদুর সাতক্ষীরা থেকে ঢাকায় এসে মিরপুর ভাসানী স্টেডিয়ামে খেলা দেখেন তারা।