স্টাফ রিপোর্টার::
‘ঐ নতুনের কেতন উড়ে/তোরা সব জয়ধ্বনি কর’। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতার মতোই জগন্নাথপুর পৌরসভার নিবার্চনে ২ নং ওয়ার্ডে এবার নতুনরা কেতন উড়াবে। এই ওয়ার্ডে তিনজন প্রার্থী কাউন্সিলর পদে লড়ছেন। প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা হলেন মল্লিক ইমরান মিয়া (পানির বোতল), ইমদাদুল হোসেন ( পাঞ্জাবি) ও জিতু মিয়া ( উটপাখি)। তারা সবাই নতুন মুখ।
স্থানীয় ভোটারদের সঙ্গে আলাপ করে জানা যায়, আগামি ১৬ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের আর মাত্র দুইদিন বাকি আছে। নির্বাচনের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে মেয়র প্রার্থীদের পাশাপাশি কাউন্সিলর প্রার্থী ও সমর্থকদের প্রচার প্রচারনায় নির্বাচনী আমেজ বিরাজ করছে। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে বিরামহীন জনসংযোগ, গনসংযোগ আর প্রচার কাজ। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা চলছে। স্থানীয়রা জানালেন, তিন কাউন্সিলর প্রার্থীর মধ্যে মল্লিক ইমরান মিয়া এই মুর্হুতে সুবিধাজনক অবস্থানে রয়েছেন। কারণ হিসেবে তাদের দাবি মল্লিক ইমরান ইনাতনগর এলাকা থেকে একক প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটের ময়দানে আঞ্চলিকতার প্রভাব পড়তে পারে। এজন্য তাঁর অবস্থান কিছুটা এগিয়ে। অন্যদিকে অপর দুই প্রার্থী জিতু মিয়া ও ইমদাদুল হোসেন লুদরপুর এলাকার বাসিন্দা। এই দুজন একই এলাকায় হওয়াতে তাঁদের ভোট ভাগাভাগি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শেষ মূর্হুতে ত্রিমুখী লড়াই হতে পারে। তিনজনই প্রচারনায় এগিয়ে আছেন।
কাউন্সিলর প্রার্থী মল্লিক ইমরান মিয়া জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি আধুনিক উন্নত সমৃদ্ধ ওয়ার্ড গঠনের লক্ষ্যে এলাকাবাসির দাবির প্রেক্ষিতে প্রার্থী হয়েছি। জয়ের ব্যাপারে আমি আশাবাদি।
কাউন্সিলর প্রার্থী জিতু মিয়া জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোটারদের ব্যাপক সারা পাচ্ছি। তিনিও জয়ের ব্যাপারে আশা ব্যক্ত করেছেন।
আরেক কাউন্সিলর প্রার্থী ইমদাদুল হোসেন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ওয়ার্ডবাসীর সার্বিক উন্নয়ন কাজ করতে চাই। ইনশাআল্লাহ ভোটাররা পাঞ্জাবি প্রতিককে বিজয়ী করবেন।
জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার মুজিবুর রহমান জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, জগন্নাথপুর দুই নম্বর ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ১৭৭৪ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৯২৬ ও নারী ভোটার ৮৪৮জন।