মো. মোশারফ হোসাইন-
শেরপুরের নকলায় সমাজসেবা অধিদপ্তরাধীন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় উপজেলার গনপদ্দী ইউনিয়নের এক হাজার ১৫৫ জন বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের মাঝে মোট ১৮ লাখ ৪৮ হাজার ৭৫০ টাকা ভাতা বিতরণ করা হয়েছে। এতে করোনা ভাইরাস (কভিট-১৯) এর সংকমণ রোধে সামাজিক দূরত্ব বজায় নিশ্চিত করতে সুশৃঙ্খল ভাবে ভাতা বিতরণে সমাজসেবা অফিস ও ব্যাংক কর্মকর্তাদেরকে সহায়তা করে বিডি ক্লিন নকলার স্বেচ্ছাসেবকরা সকলের প্রশংসা কুড়িয়েছেন।
৩০ এপ্রিল বৃহস্পতিবার উপজেলা সমাজসেবা অফিস চত্তরে গনপদ্দী ইউনিয়নের ৬৯২ বয়স্ক নারী-পুরুষ ভাতা ভোগীদের প্রতিমাসে ৫০০ টাকা হারে ৩ মাসে একত্রে প্রতিজনে একহাজার ৫০০ টাকা করে মোট ১০ লাখ ৩৮ হাজার টাকা, ৩০৮ বিধবা ভাতা ভোগীদের প্রতিমাসে ৫০০ টাকা হারে ৩ মাসে একত্রে প্রতিজনে একহাজার ৫০০ টাকা করে মোট ৪ লাখ ৬২ হাজার টাকা এবং বিভিন্ন ভাবে প্রতিবন্ধী ১৫৫ জনের মাঝে প্রতিমাসে ৭৫০ টাকা হারে ৩ মাসে একত্রে প্রতিজনে ২ হাজার ২৫০ টাকা করে মোট ৩ লাখ ৪৮ হাজার ৭৫০ টাকা ভাতা বিতরণ করা হয়।
এসময় উপজেলা সমাজ সেবা অফিসার মো. আলমগীর হোসেন, অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক মোখলেছুর রহমান, ইউনিয়ন সমাজ কর্মী মো. ছায়েদুর রহমান, ফাতেমা খাতুন, বিল্লাল হোসেন ও এস.এম মোফাখখারুল ইসলাম পারভেজ, সোনলী ব্যাংক নকলা শাখার আইটি অফিসার মো.ইদ্রিস আলী ও গোলাম মোস্তফা, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় নিশ্চিত করতে ও ভাতাভোগীদের মাঝে বিশৃঙ্খলা রোধে বিডি ক্লিন নকলার সমন্বয়ক আব্দুল্লাহ আল আমিন, সহসমন্বয়ক আসাদুজ্জামান সৌরভ, মিডিয়া মনিটর-১ আরিফ মিয়া, মিডিয়া মনিটর-২ মাহমুদুল হাসান জিহাদ, সদস্য আসিফ আলম চমক, আতিকুর রহমান রাজু, টুটুল আহমেদ, মকিব হাসান মামুন, মোকসেদুল হাসান সুমন, শামীম আহমেদ, রিজু আহমেদ, মো. ফাহিম ও মো. মোশারফ হোসাইনসহ বিডি ক্লিন নকলার অনেকে উপস্থিত ছিলেন।
নভেল করোনা ভাইরাস (কভিট-১৯) এর সংকমণ রোধে সামাজিক দূরত্ব বজায় নিশ্চিত করতে সুশৃঙ্খল ভাবে ভাতা বিতরণে সমাজসেবা অফিস ও ব্যাংক কর্মকর্তাদেরকে সহায়তা করেছেন বিডি ক্লিন নকলার একদল তরুণ স্বেচ্ছাসেবক। করোনা ভাইরাস সংকমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ বিভিন্ন ভাবে সচেতনতা মূলক কর্মকান্ড, লিফলেট বিতরণ, মাইকিং করা, নিজস্ব অর্থায়নে সামর্থ অনুযায়ী ত্রাণ বিতরণ করা, বিভিন্ন জনপ্রতিনিধিদের আহবানে তাদের দপ্তরের ত্রাণ বিতরণে সার্বিক সহায়তা করা, বিডি ক্লিন নকলার সদস্যরা নিরলস কাজ করছেন। চলমান করোনা ভাইরাসের প্রভাবে এ ক্রান্তীলগ্নে বিডি ক্লিন নকলার সদস্যরা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে সর্বমহলের প্রশংসা কুড়িয়েছেন। তারমধ্যে প্রায় অর্ধশত সদস্য করোনাকলীন ইমারজেন্সী টিমে কাজ করছেন। ৩০ এপ্রিল বৃহস্পতিবার এ ইমারজেন্সী টিমের ১০-১২ জন সদস্য সমাজসেবা অধিদপ্তরাধীন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় উপজেলার গনপদ্দী ইউনিয়নের ৬৯২ জন বয়স্ক, ৩০৮ জন বিধবা ও ১৫৫ জন প্রতিবন্ধীদের মাঝে ভাতা বিতরণ কালে সামাজিক দূরত্ব বজায় রাখা ও সুবিধা ভোগীদের বিভিন্ন ভাবে সেবা ও পরামর্শদানে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে সর্বমহলে প্রশংসিত হয়েছেন। এর আগে গত সপ্তাহে সমাজ সেবার এমন ভাতা বিতরণ কালে সামাজিক দূরত্বতো দূরের কথা, ভাতাভোগীদের মাঝে বেশ বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা দেখে, বিডি ক্লিন নকলার স্বেচ্ছাসেবকরা সমাজ সেবার প্রতি ভাতা বিতরণ অনুষ্ঠানে সামাজিক দূরত্ব বজায়ের পাশাপাশি ভাতাভোগীদের মাঝে বিশৃঙ্খলা রোধে স্বেচ্ছায় শ্রম দিবেন বলে সিদ্ধান্ত নেন। আজ ওই সিদ্ধান্তের প্রথম দিন কাজ বাস্তবায়ন করা হয়, প্রথম দিনের কর্মকান্ডেই তাঁরা সকলের নজর কেড়েছেন।
উপজেলা সমাজসেবা অফিসার আলমগীর হোসেন জানান, ভাতা বিতরণ কালে সামাজিক দূরত্ব বজায় নিশ্চিত করতে ও সুশৃঙ্খল ভাবে ভাতা বিতরণে সমাজসেবা অফিস ও ব্যাংক কর্মকর্তাদেরকে সহায়তা দানে বিডি ক্লিন নকলার ভুমিকা সর্বমহলে প্রশংসিত হয়েছে। তিনি বলেন, নকলা উপজেলার ৩২৭ জন শহীদ পরিবার ও বীর মুক্তি যোদ্ধাদের জন্য প্রায় ৪০ লাখ টাকা সম্মানী ভাতা, ৭ হাজার ১৪৩ জন নর-নারীর জন্য বয়স্ক ভাতা ৩৫ লাখ ৭১ হাজার ৫০০ টাকা, ৩ হাজার ৭০০ জন বিধবার জন্য ১৮ লাখ ৫০ হাজার টাকা, বিভিন্ন ভাবে প্রতিবন্ধী হওয়া ২ হাজার ৪৮৫ জনের জন্য ১৮ লাখ ৬৩ হাজার ৭৫০ টাকা প্রতিবন্ধী ভাতা, ৫৮ জন দলিত হরিজদের জন্য ২৯ হাজার টাকা ভাতা নকলা উপজেলা সমাজসেবা অফিস থেকে প্রদান করা হয়। তিনি বলেন, উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভাসহ মোট ১০টি এলাকার বিভিন্ন ভাতা ভোগীদের মাঝে ভাতা বিতরণ সুবিধার্থে উপজেলার ৫টি তফসিল ভুক্ত শাখা ব্যাংকের মাধ্যমে ওইসব ভাতা বিতরণ করা হয়। এসবের মধ্যে নকলা সোনালী ব্যাংকের আওতায় ২টি এলাকা, জনতা ব্যাংকের আওতায় ৩টি এলাকা ও কৃষি ব্যাংকের আওতায় একটি এলাকা; তাছাড়া পাঠাকাটা কৃষি ব্যাংকের আওতায় ৩টি এলাকা, চন্দ্রকোণা জনতা ব্যাংকের আওতায় একটি এলাকার ভাতা ভোগীদের মাঝে ভাতা বিতরণ করা হয়। তিনি আরও জানান, উল্লেখিত ভাতাভোগী ছাড়াও বিভিন্ন এতিম খানা, স্বেচ্ছাসেবী সংগঠন, জটিল রোগে আক্রান্ত অসহায় রোগীদের চিকিৎসা সহায়তাসহ সমাজসেবা মূলক বিভিন্ন কাজে তাঁরা সহায়তা সমাজসেবা অধিদপ্তর সহায়তা প্রদান করে আসছে। বিশেষ করে মানুষের মৌলিক চাহিদা পূরণে কোন প্রকার সমস্যা দেখাদিলে সমাজসেবা অধিদপ্তরাধীন সমাজ কল্যাণ মন্ত্রণালয় দ্রুত সময়ের মধ্যে তা সমাধানে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে বলে তিনি জানান।