সুনামগঞ্জ সংবাদদাতা : অবশেষে সুনামগঞ্জের ধোপাজান বালিপাথর মহালে অবৈধ টোল ট্যাক্স বা রয়েলিটির নামে চাঁদাবাজী বন্ধ এবং কার্গো বলগেড ও নৌকা প্রবেশের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত বসানো হয়েছে। জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম,সুনামগঞ্জ প্রতিদিনসহ স্থানীয় ৩টি দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় প্রকাশিত সংবাদ, পরিবেশবাদীদের আন্দোলন ও জেলা আইনশৃংখলা কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক বুধবার থেকে ৩ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর নেতৃত্বে সর্বক্ষণ টহল প্রহরা বসানোর মধ্যে দিয়ে এ আদালত পরিচালিত হয়েছে।
আদালতের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিষ্ট্রেট অঞ্জন দাস জানান, প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত পুলিশ,র্যাব ও বিজিবি’র সমন্বয়ে মোবাইল টিম পাহারা দিবে, যাতে করে ধোপাজান নদীতে কোন ধরনের চাঁদাবাজী না হয়। এ আদালত বিশেষভাবে সতর্ক দৃষ্টি রাখবে নদীর দুপার যাতে কেউ ভাঙ্গতে না পারে। যেকোন মূল্যে পরিবেশ বিপর্যয় ঠেকাতেও কাজ করবে মোবাইল টিম। পরবর্তী নিদের্শ না দেয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। জেলা প্রশাসনের এ অভিযানকে স্বাগত জানিয়েছেন, জেলা পরিবেশ সংরক্ষন পরিষদের আহবায়ক আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন দিলীপ ও যুগ্ম আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান আমির হোসেন রেজা, জেলা আওয়ামীলীগের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ কামরুজ্জামান দ্বারা, আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের সভাপতি হাজী কেবি রশিদ, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গীত পরিচালক মোঃ আফতাব মিয়া, ব্যাবসায়ী এটিএম হায়দার বখত রবিন,জেলা মানবাধিকার কমিশনের সভাপতি ফৌজিআরা বেগম শাম্মী, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী জালাল উদ্দিন জাহান,সাবেক পৌর কাউন্সিলর শামীম চৌধুরী সামু, ব্যাবসায়ী আবুল হোসেন, ব্যাবসায়ী শান্তি মিয়া, মানবাধিকার কমিশনের সাধারন সম্পাদক সাংবাদিক আল-হেলাল,ব্যাবসায়ী নুরুল হক,ব্যাবসায়ী একেএম আবু নাছার, ব্যাবসায়ী ছদরুল হক,ব্যাবসায়ী মাজহারুল ইসলাম উকিলসহ ব্যবসায়ী সমিতির নেতারা। তারা টহলের কাজে নিয়োজিত আইনশৃংখলা বাহিনীর সদস্যদেরকে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। সেই সাথে নদী ভাঙ্গনের শিকার স্থানীয় কয়েকটি গ্রামের শত শত মানুষ আনন্দ মিছিল করে জেলা প্রশাসনের এ মহতি উদ্যোগকে স্বাগত জানিয়েছে। আইন অমান্য করে কোন চাদাবাজী করলে কিংবা বলগেড,কার্গো প্রবেশের চেষ্টা করলেই তাদের আটক করে আইনের আওতায় এনে যথাযথ শাস্তির ব্যবস্থা রয়েছে বলে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটগন জানান।