Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ধান সংগ্রহে সিন্ডিকেট সহ্য করা হবে না : খাদ্যমন্ত্রী

জগন্নাথপুর২৪ ডেস্ক::

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, চলতি বোরো মৌসুমে যেকোনো মূল্যে সরকারিভাবে ধান সংগ্রহের লক্ষমাত্রা অর্জনে সফল হতে হবে। এ ক্ষেত্রে খাদ্য মন্ত্রণালয়ের প্রধান দপ্তর থেকে শুরু করে মাঠ পর্যায়ের সকল কর্মকর্তা-কর্মচারীদের সতর্কতার সাথে সচেষ্ট থাকতে হবে।

আজ বুধবার ভার্চুয়ালি যুক্ত হয়ে সারা দেশের সাথে নওগাঁ জেলার বোরো মৌসুমের ধান সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. নাজমানারা খানুমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে নওগাঁ জেলাসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলা যুক্ত হয়।

খাদ্যমন্ত্রী খাদ্য বিভাগের সকল কর্মকর্তা, কর্মচারী এমন কি খাদ্যগুদামে কর্তব্যরত লেবারদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এ ক্ষেত্রে কৃষকরা যাতে কোনোভাবেই হয়রানির শিকার না হয়। কৃষকদের সাথে ভালো ব্যবহার করতে হবে এবং সরাসরি কৃষকদের নিকট থেকেই ধান সংগ্রহ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ এ ক্ষেত্রে কোনো সিন্ডিকেট সহ্য করা হবে না।কালের কণ্ঠ।

Exit mobile version