স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম শুক্রবার বিকেলে জগন্নাথপুরে হাওরের ফসল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ কাজ পরির্দশন করেছেন। এসময় তিনি গনমাধ্যম প্রতিনিধিদের বলেন, হাওরে ধান কাটা শুরু হয়ে গেছে। ধান পাকার সাথে সাথে কাটার ব্যবস্থা করতে জনসচেতনতা সৃষ্টি করতে হাওরগুলোতে মাইকিং করতে হবে। তিনি বলেন, কৃষি সম্প্রসারনের হিসেব মতে ধানের ৮০ শতাংশ পেকে গেলে তা কাটার উপযোগী হয়ে যায়। তাই ধান পাকার সাথে সাথে ধান কেটে বাড়িতে নিতে হবে। প্রাকৃতিক বিপর্যয় প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে হাওরের ফসল ঘরে তুলতে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, জেলার বিভিন্ন উপজেলায় হাওররক্ষা বেড়িবাঁধের নির্মাণ কাজ পরির্দশনের ধারাবাহিকতায় জগন্নাথপুর উপজেলার কয়েকটি বেড়িবাঁধ নির্মাণ কাজ পরির্দশন করেন। কাজের মান সর্ম্পকে তিনি বলেন, শতভাগ কাজ হয়েছে বলব না তবে যতটুকু দেখেছি তেমন খারাপ হয়নি। তিনি শতভাগ কাজ নিশ্চিত করতে সকল ইউপি চেয়ারম্যানদেরকে বলেছেন বলে জানান। বিকেলে রানীগঞ্জের স্টীল ব্রিজ এলাকার বেড়িবাঁধ ও রানীগঞ্জ বাঘময়না এলাকার কয়েকটি বেড়িবাঁধ নির্মাণ কাজ পরির্দশন করেন। পরে তিনি রানীগঞ্জ শহীদ স্মৃতি সংসদ পরির্দশন , রানীগঞ্জ উচ্চ বিদ্যালয় ডিজিটাল ক্লাসরুম পরির্দশন ও রানীগঞ্জ শহীদ স্মৃতি পাঠাগার পরির্দশন করেন। এছাড়াও তিনি রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত উদ্বোধন করেন। এসময় জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাঈদ আহমদ এসও মোসাদ্দেক আহমদ রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মজলুল হক,রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, বিটিভির জেলা প্রতিনিধি আইনুল ইসলাম বাবুল,সাংবাদিক আলী আহমদ উপস্থিত ছিলেন।