বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সরকারি খাদ্য গুদামে ধান ক্রয় শুরু হয়নি।তবে ধান সংগ্রহ শুরু করতে কৃষকদের তালিকা সংগ্রহের কাজ শুরু হয়েছে। ২৮ এপ্রিল থেকে কৃষি কার্যালয়ের মাঠকর্মীরা ইউনিয়ন পর্যায় থেকে সরকারি খাদ্য গুদামে ধান বিক্রি করতে আগ্রহী কৃষকদের তালিকা সংগ্রহ শুরু করে। উপজেলার একটি পৌরসভা ও আটটি ইউনিয়ন পরিষদে কৃষকদের নাম তালিকাভূক্ত করা হচ্ছে।
উপজেলা কৃষি ও খাদ্য নিয়ন্ত্রণ কার্যালয় সূত্র জানায় ২৮ এপ্রিল থেকে ১৫ আগষ্ট পর্যন্ত সরকার কৃষকদের কাছ থেকে ১০৮০ টাকা মন দরে ধান সংগ্রহ করবে। সেলক্ষ্যে কৃষকদের তালিকা সংগ্রহ করা হচ্ছে।
জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা কৃষকদের ওয়ার্ড পর্যায় থেকে জনপ্রতিনিধি ও কৃষি বিভাগের কর্মীদের মাধ্যমে সরকারি গুদামে ধান বিক্রি করতে আগ্রহী কৃষকদের তালিকা সংগ্রহ করছি।গত দুই দিনে আশানুরূপ কৃষকদের নাম অন্তভূক্ত হয়নি।কৃষকদের মধ্যে এবার গুদামে ধান বিক্রি করতে আগ্রহ কম দেখা গেছে। তিনি বলেন, তালিকা সংগ্রহের পর লটারির মাধ্যমে কৃষক নির্ধারন করে খাদ্য বিভাগে পাঠানো হবে।
হাওর বাঁচাও আন্দোলন জগন্নাথপুর উপজেলা কমিটির আহ্বায়ক সিরাজুল ইসলাম বলেন, সরকারি গুদামে ধান ক্রয়ের যে দাম নির্ধারণ করা হয়েছে তাতে কৃষকরা খুশি নয়।এমনিতে কৃষকরা যাতায়াত খরচ ছাড়া ঘরে বসে আটশত থেকে নয়শত টাকা দরে ধান বিক্রি করতে পারছেন। তিনি ধানের দাম বাড়ানো দাবি জানান।
জগন্নাথপুর উপজেলা খাদ্য কর্মকর্তা আব্দুর রউফ জানান,২৮ এপ্রিল থেকে ১৫ আগষ্ট পর্যন্ত সরকার ধান ক্রয় করবে।কৃষি বিভাগের তালিকা অনুযায়ী আমরা কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করব।জগন্নাথপুরে এখনো ধান সংগ্রহ শুরু হয়নি।তবে প্রকৃত কৃষক ধান নিয়ে আসলে আমরা ধান ক্রয় করব।