Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ধর্ষণ মামলায় মিলবে না জামিন, তদন্ত হবে ১৫ দিনেই: আইন উপদেষ্টা

মাগুরায় শিশু ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে সারাদেশ যখন উত্তাল, তখন ধর্ষণ মামলায় অভিযুক্তরা জামিন পাবেন না বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ।

 

রোববার (৯ মার্চ) আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

তিনি বলেন, ধর্ষণ মামলায় অভিযুক্তদের জামিন দেওয়া যাবে না।

এছাড়া ধর্ষণ মামলায় ৩০ দিনের পরিবর্তে এখন থেকে ১৫ দিনের মধ্যে তদন্ত কাজ শেষ করতে হবে। নারী সহিংসতা প্রতিরোধে এসব সিদ্ধান্তের আলোকে কয়েকদিনের মধ্যেই আইন সংশোধন করা হবে।

আসিফ নজরুল বলেন, ধর্ষণ মামলার বিচারকাজ আমরা দ্রুততম সময়ে শেষ করতে চাই। এ জন্য ৯০ দিনের মধ্যে ধর্ষণ মামলার বিচার কাজ শেষ করতে হবে। এক্ষেত্রে বিচারক মনে করলে মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতেই বিচার করতে পারবেন।
সুত্র ইত্তেফাক

Exit mobile version