ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ পরিবর্তন হচ্ছে। পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী আগামী ১০ নভেম্বর ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু ১০ নভেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) হওয়ার কারণে সম্মেলনের তারিখে পরিবর্তন আসছে। বৃহস্পতিবার রাতে এই তথ্য নিশ্চিত করেছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন।
তিনি বলেন, ১০ নভেম্বর ঈদে মিলাদুন্নবী (সা:)। এ কারণে ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন স্থগিত করা হয়েছে। সম্মেলনের পরিবর্তিত তারিখ পরে জানিয়ে দেয়া হবে।
উল্লেখ্য, গত ৫ নভেম্বর বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের মধ্য দিয়ে সুনামগঞ্জ জেলার ১৪ ইউনিটের (উপজেলার সমপর্যায়ের) সম্মেলন শুরু করছে জেলা আওয়ামী লীগ।
Leave a Reply