সুনামগঞ্জ সংবাদদাতা-বিএনপির ২ গ্রুপের পাল্টাপাল্টি সম্মেলন ডাকায় সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদরে ১৪৪ ধারা জারী করা হয়েছে। রোববার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারী করেছেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হক। শনিবার বিকেল ৫টায় উপজেলা সদরে মাইকিং করে ১৪৪ ধারা জারীর কথা জানানো হয়। উপজেলা বিএনপির নেতাকর্মীরা জানান,সাবেক সংসদ সদস্য প্রার্থী ডাঃ রফিক চৌধুরীর সমর্থকরা উপজেলা সদরের গরুর বাজারে থানা বিএনপির সম্মেলন উপলক্ষে সমাবেশের ঘোষনা দেন। এতে ক্ষিপ্ত হয়ে বর্তমান উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব ও তার সমর্থকরা একই স্থানে পাল্টা সমাবেশ আহবান করেন। ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সভাস্থলে ১৪৪ ধারা জারী করা হয়।