সুমিত বণিক : সোমবার ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের রাজাপুর গ্রামে কেয়ার-জিএসকে কমিউনিটি হেল্থ ওয়ার্কার ইনিশিয়েটিভ প্রকল্পের উদ্যোগে গীতি আলেখ্য ‘পথের দিশা’ অনুষ্ঠিত হয়। কেয়ার বাংলাদেশ ও গ্ল্যাক্সো স্মিথক্লাইন এবং বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে ২০১২ সাল থেকে শুধুমাত্র সুনামগঞ্জ জেলায় এ প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে এ গীতি আলেখ্য ‘পথের দিশা’ অনুষ্ঠিত হয়। নবরাজ তালুকদারের নেতৃত্বে দলের কলা-কুশলীরা অভিনয় আর গানের মাধ্যমে তুলে ধরেছেন পশ্চাৎপদ হাওর অঞ্চলের মা ও শিশু সেবার চিরাচরিত রীতির কুফল ও পরিণতি। বিশেষ করে প্রসবের সময় এ অঞ্চলে অপ্রশিক্ষিত দাইয়ের মাধ্যমে প্রসব করানোর জটিলতাও তুলে ধরেছেন। তাদের পরিবেশিত গীতি আলেখ্য’র মাঝে আরো তুলে ধরেছেন গর্ভকালীন, প্রসবকালীন ও প্রসব পরবর্তী ৫টি বিপদচিহ্ন, মাতৃমৃত্যুর ৩টি বিলম্ব, এছাড়াও গর্ভকালীন থেকে প্রসব পরবর্তী সময় পর্যন্ত মনে রাখার বিষয়গুলোর পাশাপাশি প্রকল্পের প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী পি-সিএসবিএ (প্রাইভেট কমিউনিটি বেসড্ স্কিলড বার্থ এটেনডেন্ট)’দের সেবা গ্রহণের সুফলও ফুটিয়ে তোলা হয় এ গীতি আলেখ্যে। এতে এলাকার স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকার অসংখ্য মা ও শিশু উপস্থিত ছিলেন। গীতি আলেখ্যটি এলাকার মানুষের বেশ দর্শক জনপ্রিয়তা পায়। গীতি আলেখ্য শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রকল্পের প্রজেক্ট অফিসার মো. জসিম উদ্দিন, জিতা বাংলাদেশ’র মার্কেট ডেভেলপমেন্ট অফিসার সুমিত বণিক প্রমুখ।
Leave a Reply