ধর্মপাশা প্রতিনিধি::
ধর্মপাশায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের জন্য চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৫ জন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ২ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। প্রার্থীরা রোববার সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে স্ব স্ব মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শামীম আহমেদ মুরাদ। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলমগীর কবির, সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, উপজেলা যুবলীগের সভাপতি মোজাম্মেল হোসেন রোকন। ভাইস চেয়ারম্যান (পুরুষ) প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হাই তালুকদার, মধ্যনগর থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. কামাল, সদর ইউনিয়নের ইউপি সদস্য আবুল কাসেম, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এএসএম ওয়াসিম, বিল্লাল হোসেন। ভাইস চেয়ারম্যান (মহিলা) প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন যুব মহিলা লীগের আহ্বায়ক ইয়াসমিন আক্তার ও মর্জিনা আক্তার।
Leave a Reply