1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
ধর্মপাশায় শিশুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি কারাগারে - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৬ পূর্বাহ্ন

ধর্মপাশায় শিশুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি কারাগারে

  • Update Time : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ৩৩১ Time View

ধর্মপাশা প্রতিনিধি::
ধর্মপাশায় দুই বছর বয়সী দুর্জয় মিয়াকে কুপিয়ে হত্যা মামলার মূল আসামি জয়নাল মিয়াকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। গত রবিবার বিকেলে জয়নালকে গ্রেফতার করে ধর্মপাশা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। আদালতের বিচারক জয়নালকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ওইদিন দুপুরে দুর্জয়ের বাবা ছালেক মিয়া জয়নালকে আসামি করে মধ্যনগর থানায় হত্যা মামলা করার পর পুলিশ তাকে গ্রেফতার করে।
উপজেলার চামরদানি ইউনিয়নের আবিদনগর নোয়াগাঁও গ্রামের বাসিন্দা ছালেক মিয়ার সাথে একই গ্রামের প্রতিবেশী জয়নাল মিয়ার দীর্ঘ ধরে নানান বিষয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে বিগত দিনে জয়নালের লোকজন ছালেক মিয়ার বাড়িতে হামলাও করেছে। যা নিয়ে মামলা মোকদ্দমাও চলছে। গত শনিবার দুপুর ১২টার দিকে দুর্জয়কে কোলে নিয়ে প্রতিবেশী চন্দনের বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন ছালেক। এ সময় জয়নাল পেছন দিক থেকে এসে দা দিয়ে ছালেককে কোপ দেয়। ছালেক মাথা সরিয়ে নিলে সেই কোপ দূর্জয়ের মাথায় লাগে। এতে দূর্জয়ের মাথায় গভীর ক্ষত ও রক্তক্ষরণ হয়। দুর্জয়কে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহত দুর্জয়ের ময়নাতদন্তের জন্য তাকে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
মধ্যনগর থানার ওসি নির্মল দেব বলেন, ‘ছালেক মিয়ার লিখিত অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক মামলা রুজু করে ঘটনার সত্যতা যাচাই পূর্বক জয়নালকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com