ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় এক হাঁস রাখালের মোবাইল ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় কিশোর গ্যাংয়ের চার সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। সোমবার বিকেলে সাড়ে তিনটার দিকে পাইকুরাটি ইউনিয়নের গাছতলা বাজারে তাদের আটক করে পুলিশ সোপর্দ করা হয়। আটককৃতরা হলো, উপজেলার সেলবরষ ইউনিয়নের আহম্মদপুর মৃত আব্দুল হেকিমের ছেলে আশরাফুল, শাহাদাতের ছেলে তাকি, মারফত আলীর ছলে পলাশ ও শিংপুর গ্রামের ক্বারী মিয়ার ছেলে তামিম।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, পাইকুরাটি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলামের হাঁসের খামার রয়েছে। যার দেখশোনা করার দায়িত্বে রয়েছে সুনই গ্রামের মোস্তাকিম নামের এক কিশোর। সোমবার দুপুর দুইটার দিকে মোস্তাকিম ধর্মপাশা-মধ্যনগর সড়কের পাশে সাড়ারকোনা মোড়ে হাঁস দেখাশোনা করছিল। এ সময় আশরাফুল, তাকি, পলাশ ও তামিম মোস্তাকিমের কাছ থেকে তার মোবাইল ফোনটি কল করার কথা চেয়ে নেয়। এরপর কথা বলার অজুহাতে একটু দূরে গিয়ে তাদের সাথে থাকা মোটরাসাইকেল ঘুরিয়ে গাছতলা বাজারের দিকে রওনা দেয়। মোস্তাকিম সড়ক দিয়ে যাওয়া যাত্রীবাহী এক মোটরসাইকেল ড্রাইভারকে বিষয়টি জানালে তার তার সহযোগিতায় ওই চার জনকে গাছতলা বাজারে আটক করে এলাকাবাসী। পরে পুলিশে খবর দেওয়া হলে গাছতলা বাজার থেকে বিকেল সাড়ে তিনটার দিকে পাইকুরাটি ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল ও সেলবরষ ইউপি চেয়ারম্যান গোলাম ফরিদ খোকার উপস্থিতিতে ধর্মপাশা থানার এসআই সোহেল মাহমুদ আটককৃতদের থানায় নিয়ে যায়। এ সময় তাদের কাছ থেকে ক্ষুর, ছুরি ও একটি মোটরসাইকেলসহ মোস্তাকিমের মোবাইলটি জব্দ করা হয়।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বলেন, ‘আটককৃতদের বয়স ১৫-১৭ এর মধ্যে। তারা থানা হেফাজতে রয়েছে। এ ব্যাপারে কেউ কোনো লিখিত অভিযোগ করেনি ও এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।’