ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের লংকাপাথারিয়া গ্রামে বৈদ্যুতিক লাইন সরানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারধরে আজগর আলী নামে সত্তরোর্ধ বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত শনিবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। রোববার বিকেল ৫টায় আজগর আলীর মরদেহ ময়নাতদন্ত শেষে গ্রামের গোরস্থানে দাফন করা হয়েছে। পুলিশ এ ঘটনায় অভিযুক্ত দুই নারীকে আটক করে আদালতে সোপর্দ করেছে।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, লংকাপাথারিয়া গ্রামের মৃত নিজামত আলীর ছেলে আজগর আলীর বাড়ির উত্তর কোণে একটি বৈদ্যুতিক খুঁটি রয়েছে। সেই খুুঁটি থেকে আজগর আলীর উঠানের উপর দিয়ে প্রতিবেশী মৃত মহবত আলীর ছেলে আজিদ মিয়া একটি বৈদ্যুতিক সংযোগ নেয়। সম্প্রতি আজগর আলীর বাড়িতে একটি নতুন ঘর নির্মাণের পরিকল্পনা করা হয়। ফলে উঠানের উপর থেকে বৈদ্যুতিক লাইন সরানোর প্রয়োজন পড়ে। আজগর আলী বৈদ্যুতিক লাইন সরিয়ে অন্য পাশ দিয়ে নেওয়ার জন্য বারবার আজিদ মিয়াকে তাগিদ দিলেও আজিদ মিয়া তা আমলে নেয়নি। গত শনিবার আবারও আজিদ মিয়াকে তাগিদ দেওয়া হলে আজিদ মিয়া ওইদিন দুপুর দুইটার দিকে লাইন সরানোর উদ্যোগ নেয়। এ জন্য একজন ইলেকট্রিক মিস্ত্রী আজগর আলীর ঘর থেকে একটি প্লাস্টিকের চেয়ার নিয়ে লাইন সরানোর কাজে ব্যবহার করে। লাইন সরানোর পর দেখা যায় প্লাস্টিকের চেয়ারটি ভেঙে গেছে। এ নিয়ে আজগর আলী ও তার পূত্রবধূ স্মৃতি আক্তারের সাথে আজিদ মিয়া, আজিদ মিয়ার মা আকলিমা আক্তার ও আজিদ মিয়ার স্ত্রী কামরুন নাহারের বাকবিত-া হয়। পরে আজগর আলী বাড়ির সামনের সড়কের উত্তর দিকে গেলে সুযোগ বুঝে আজিদ মিয়া তার লোকজন নিয়ে আজগর আলীকে মারধর করে। কিছুক্ষণ পর আজগর আলীর এক নাতি বাড়িতে এসে জানায় যে আজগর আলী অজ্ঞান হয়ে পড়ে আছে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে বিকেল সাড়ে চারটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এ ঘটনায় বিকেলেই পুলিশ আকলিমা আক্তার ও আজিদ মিয়ার স্ত্রী কামরুন নাহারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। রোববার সকালে আজগর আলীর মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।
আজগর আলীর পূত্রবধূ স্মৃতি আক্তার বলেন, ‘তর্ক বিতর্কের পর আমি গোসল করতে যাই। গোসল থেকে এসে শুনি আজিদ, আকলিমা, কামরুন, রহিমা আমার শশুরকে মারধর করছে। আমি দৌড়ে গিয়ে দেখি আমার শশুর মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে। আজিদ মিয়া ও তার পরিবারের লোকজনের আঘাতেই আমার শশুরে মৃত্যু হয়েছে।’
এ ব্যাপারে আজিদ মিয়া পলাতক থাকায় তার বক্তব্য জানা যায়নি। এমনকি রোববার বিকেলে আজিদ মিয়ার বাড়িতে গিয়েও কাউকে পাওয়া যায়নি।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘এ ব্যাপারে কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। ভবিষ্যত সুরক্ষার জন্য ময়নাতদন্ত করা হয়েছে। ওই বৃদ্ধের মৃত্যু নিয়ে ধু¤্রজাল রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আটকৃতদের ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে।’