Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ধর্মপাশায় জলমহালে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বোয়ালীয়া প্রকাশিত মুকশেদপুর দিগর জলমহালের কালির কেউ নামক স্থানে বিষ ঢেলে মাছ নিধন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত রবিবার (৩১ জানুয়ারি) দিবাগত রাতে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় ৮ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন জলমহালটি ইজারা পাওয়া সমিতির সদস্যরা।

এ ঘটনায় গতকাল মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ধর্মপাশা থানার ওসির কাছে লিখিত অভিযোগ করেছেন উপজেলার জয়শ্রী ইউনিয়নের সরস্বতীপুর গ্রামের বাসিন্দা ও জলমহালটির ইজারাদার রূপসী বাংলা মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আবুল কালাম।

এলাকাবাসী ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার বোয়ালীয়া প্রকাশিত মুকশেদপুর দিগর জলমহালটি সুনামগঞ্জ জেলা প্রশাসনের ব্যবস্থাপনাধীন। ১৪২৬ থেকে ১৪২৮ বঙ্গাব্দ পর্যন্ত বাৎসরিক প্রায় ৩০ লাখ টাকা ইজারামূল্যে ৩ বছরের জন্য এটি ইজারা পায় জয়শ্রী ইউনিয়নের সরস্বতীপুর মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড। গত রবিবার গভীর রাতে ওই জলমহালটির কালির কেউ নামক স্থানে দুবৃর্ত্তরা বিষ ঢেলে দেয়। পরদিন সোমবার সকাল ৮টার দিকে জলমহালটিতে মাছ ধরার কাজে নিয়োজিত জেলেরা কালির কেউ নামক স্থানে পাবদা, আইড়, বোয়াল, কার্পসহ দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ মরা অবস্থায় ভেসে উঠতে দেখেন। পরে এ নিয়ে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় থানার ওসির কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়।

জয়শ্রী  ইউনিয়নের সরস্বতিপুর গ্রামের বাসিন্দা ও রূপসী বাংলা মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আবুল কালাম বলেন, ‘কে বা কারা বিষ ঢেলে আমাদের বিলের মাছ নিধন করেছে তা আমরা জানি না। এভাবে মাছ নিধন করায় আমাদের ৮ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এ নিয়ে থানার ওসির কাছে আমরা লিখিত অভিযোগ করেছি।’

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, ‘অভিযোগটি পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Exit mobile version