জগন্নাথপুর২৪ ডেস্ক::
ধর্মপাশায় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে আপন সরকার (২২) ও মো. মৌলা মিয়া (৪৪) নামে দুইজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের ভাটগাঁও গ্রামে অভিযান চালিয়ে তাদের এই দণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়।
দণ্ডপ্রাপ্ত আপন সরকার হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার হালিতলা গ্রামের জিতেন সরকারের ছেলে ও মো. মৌলা মিয়া ধর্মপাশা উপজেলার ভাটগাঁও গ্রামের মৃত আ. বারকের ছেলে।
ইউএনও জনি রায় জানান, উপজেলার পাইকুরাটি ইউনিয়নের ভাটগাঁও এলাকায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে তাদের আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন, ২০২৩ অনুযায়ী আপন সরকারকে ৫ দিন ও মো. মৌলা মিয়াকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।