দ. সুনামগঞ্জ প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ডাবর পয়েন্টে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাতকে আটক করেছে পুলিশ। শনিবার গভীর রাতে ডাবর পয়েন্টে একটি শটগান ও দেশিয় অস্ত্রসহ তাদেরকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, এরা আন্ত:জেলা ডাকাত দলের সদস্য।
আটককৃত ডাকাতরা হলো- সিলেটের জালালাবাদ থানার ওমাইরগাঁও গ্রামের মানিক মিয়া (৪৫), ছাতক বলিতারবাগ গ্রামের ইদ্রিস মিয়া (৩৫), জগন্নাথপুর নোয়াগাঁও গ্রামের কয়েছ আহমদ (২৮), বানিয়াচং উপজেলার প্রথমবেক গ্রামের লিয়াকত আলী ৪০) ও ছাতকের জামাক গ্রামের আক্তার হোসেন (২৪)। এরা প্রত্যেকেই একাধিক ডাকাতি মামলার পলাতক আসামী।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, উপজেলার পাগলা গ্রামের দুধু মিয়ার বাড়িতে ডাকাতি করার উদ্দ্যেশে ডাকাতরা ডাবর পয়েন্ট আসে। গোঁপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে আমরা দুই দিক থেকে তাদের ঘেরাও করি। এসময় ডাকাত সদস্যরা পুলিশবাহিনীকে আক্রমণ করে। পরে পুলিশ ৫ রাউন্ড রাবারবুলেট নিক্ষেপ করে এবং একটি গাড়ি, একটি মোটর সাইকেল, একটি শটগান এবং দেশীয় অস্ত্রসহ ডাকাতদের আটক করে।
Leave a Reply