দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়নে আওয়ামী যুব লীগের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী যুব লীগের সভাপতি অ্যাড. বোরহান উদ্দিন দোলন ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজন ২৯.০৯.২০১৭ তারিখে এইসব কমিটি অনুমোদন করেছেন বলে গণমাধ্যমে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। গণমাধ্যমে পাঠানো প্রেসবিজ্ঞপ্তি অনুসারে ৯০ দিন মেয়াদে ৪১ সদস্য বিশিষ্ট ওই ৫ ইউনিয়ন কমিটি অনুমোদন করা হয়েছে। শিমুলবাঁক ইউনিয়ন কমিটিতে গোলাম নূরকে আহ্বায়ক এবং সানুর মিয়া ও জুয়েল রানাকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। পূর্ব পাগলা ইউনিয়ন কমিটিতে আনসার আলীকে আহ্বায়ক এবং রায়েছ আহমদ ও কামাল হোসেন চৌধুরীকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। দরগাপাশা ইউনিয়ন কমিটিতে মজিবুর রহমান রিপনকে আহ্বায়ক ও আব্দুল খালিক চৌধুরী রুবেলকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। পূর্ব বীরগাঁও ইউনিয়ন কমিটিতে তৈয়বুল হককে আহ্বায়ক এবং সাব্বির আহমদ ও রুবেল আহমদকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। পাথারিয়া ইউনিয়ন কমিটিতে শাহজাহানকে আহ্বায়ক এবং বিদুর চন্দ্র দাস ও রিয়াজ উদ্দিনকে যুগ্ম আহ্বায়ক পদে করা হয়েছে। প্রেসবিজ্ঞপ্তি।