Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

দ্রাবিড়ের ছেলের দুর্দান্ত সেঞ্চুরি

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক :: ভারত তাদের গ্রেট ক্রিকেটারদের দ্বিতীয় প্রজন্ম নিয়ে আশাবাদী হতেই পারে। শচীন টেন্ডুলকারের অর্জুন টেন্ডুলকারের কথা তো সবারই জানা। এবার আরেক গ্রেট রাহুল দ্রাবিড়ের ছেলে সামিত দ্রাবিড়ও উঠে এসেছে শিরোনামে। ১২ বছর বয়সী সামিত কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত বিটিআর কাপ অনূর্ধ্ব-১৪ টুর্নামেন্টে দারুণ এক সেঞ্চুরি করেছে।

মালিয়া অদিতি ইন্টারন্যাশনাল স্কুলের হয়ে খেলা সামিত ১৫০ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। তার এমন দুর্দান্ত নৈপুণ্যে বিবেকানন্দ স্কুলের বিপক্ষে ৪১২ রানের জয় পায় মালিয়া অদিতি স্কুল।

৫০ ওভারের ম্যাচে কৃতিত্ব দেখিয়েছেন ভারতের সাবেক স্পিনার সুনিল যোশির ছেলে আরিয়ানও। সামিতের ১৫০ ও আরিয়ানের ১৫৪ রানের ইনিংসের সুবাদে দল ৫ উইকেটে ৫০০ রান করে। জবাবে প্রতিপক্ষ মাত্র ৮৮ রানে অলআউট হয়ে যায়।

উল্লেখ্য, দুই বছর আগে অনুর্ধ্ব-১৪ স্কুল ক্রিকেটে ১২৫ রানের একটি ইনিংস খেলে সকলের দৃষ্টি কেড়েছিলেন সামিত।

Exit mobile version