জগন্নাথপুর২৪ ডেস্ক::
দ্বিতীয়বার পরীক্ষাতেও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। আক্রান্ত হওয়ার ১৪ দিন পরেও তিনি করোনা পজিটিভ শনাক্ত হলেন। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ডা. এফ এম সিদ্দিকী শনিবার রাত সাড়ে ১২ টার দিকে এ তথ্য জানান।
ডা. সিদ্দিকী জানান, বাসার করোনা আক্রান্ত ১৪ জনের পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে খালেদা জিয়াসহ চারজনের ফল পজিটিভ পাওয়া গেছে। আর সবার নেগেটিভ এসেছে। কিন্তু সবাই মানসিক ও শারীরিকভাবে সুস্থ আছেন। তাদের কোন জটিলতা নেই। ৪/৫ দিন পর আবার পরীক্ষা করা হবে।
তিনি বলেন, খালেদা জিয়া আগের চেয়ে বেশ ভালো আছেন। করোনাজনিত বিপদজনক সময় পার হয়ে গেছে। করোনার দ্বিতীয় সপ্তাহে যে জটিলতা তৈরী হয় সেটা খালেদা জিয়ার ক্ষেত্রে হয়নি। তিনি এখন আশঙ্কামুক্ত।
এর আগে শনিবার বিকেলে পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। বেলা পৌনে ৩টার দিকে ডা. আল মামুন খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় প্রবেশ করেন। এর কিছুক্ষণ পর ল্যাবএইডের টেকনোলজিস্ট শরীফ উদ্দিন সবুজও বাসভবনে যান। বিকেল ৪টার দিকে তারা করোনার নমুনা নিয়ে সেখান থেকে বেরিয়ে যান।
Leave a Reply