Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

দ্বিতীয়বারের মতো ব্রেক্সিট গণভোট চান ৭১ এমপি

জগন্নাথপুর২৪ ডেস্ক::
বৃটেনের বিরোধী দল লেবার পার্টির ৭১ জন এমপি ব্রেক্সিটের বিষয়ে দ্বিতীয় বারের মত গণভোট আয়োজনের দাবি তুলেছেন। স্কাই নিউজের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, লেবার নেতা জেরেমি করবিনের কাছে এ দাবির কথা জানিয়ে পাঠানো চিঠিতে ওই আইনপ্রণেতারা সাক্ষর করেছেন। এর আগে মঙ্গলবার পার্লামেন্টে তেরেসা মে হেরে গেলে বৃটেনের সামনে এখন দুটো পথ খোলা রয়েছে। প্রথমটি হচ্ছে কোনো ধরণের চুক্তি ছাড়াই ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করা। নতুবা দ্বিতীয় আরেকটি গণভোটের আয়োজন করা।
লেবার পার্টি প্রথমত চাইবে আরেকটি জাতীয় নির্বাচনের দিকে পরিস্থিতি ঠেলে দিতে। তবে এটিতে সফল না হলে তাদের অন্যতম দাবি হচ্ছে ব্রেক্সিট ইস্যুতে দ্বিতীয় গণভোটের আয়োজন। বর্তমানে লেবার পার্টির ২৫৬ জন এমপি রয়েছে।

Exit mobile version