আল-হেলাল : সুনামগঞ্জ জেলা জাপা’র সাবেক সভাপতি ও সংসদ সদস্য অ্্যাডভোকেট আব্দুল মজিদ মাস্টার বলেছেন, ‘পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ এদেশের রাজনীতিতে গুনগত পরিবর্তন এনেছিলেন। মানুষের অধিকার প্রতিষ্ঠায় গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা করেছিলেন। জাতীয়পার্টি ক্ষমতায় থাকাকালে দেশের প্রত্যন্ত অঞ্চলে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। এর পরে যারা ক্ষমতায় এসছেন, তারা খুন রাহাজানি ও লুটপাটের রাজনীতি প্রতিষ্ঠা করেছেন। তিনি বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তৃণমুলে জাতীয় পার্টির মনোনীত সকল প্রার্থীকে লাঙ্গল প্রতীকে বিজয়ী করুন। বুধবার বিকালে উপজেলার কাটাখালী মিতালী পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে জাপা’র মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজ মিয়ার সভাপতিত্বে ও জাপা নেতা আব্দুল গফুরের পরিচালনায় উপজেলা জাতীয়পার্টির নবনির্বাচিত কমিটির সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট আব্দুল মজিদ মাস্টার উপরোক্ত কথা বলেছেন। এসময় সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা জাপা’র নবনির্বাচিত সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক তরুণ সমাজকর্মী মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী, সাংগঠনিক সম্পাদক নুর হোসেন আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় কৃষক পার্টির কেন্দ্রিয় কমিটির সহসভাপতি আব্দুল আওয়াল, জেলা জাপা’র সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমাস সমছু, জেলা জাপা’র সাবেক যুগ্ম সাংগঠনিক সম্পাদক এইচ এম কামাল, জেলা জাপা’র সাবেক প্রচার সম্পাদক গোলাম হোসেন অভি, উপজেলা জাপা’র সিনিয়র সহসভাপতি নজির হোসেন মাস্টার প্রমুখ।
Leave a Reply