1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
দোয়ারায় ডিজিটাল নিরাপত্তা আইনে যুবক আটক - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০১:১৩ পূর্বাহ্ন

দোয়ারায় ডিজিটাল নিরাপত্তা আইনে যুবক আটক

  • Update Time : বুধবার, ২০ অক্টোবর, ২০২১

দোয়ারাবাজার প্রতিনিধি::
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাম্প্রদায়িক উস্কানিমূলক পোস্ট দেয়ায় দোয়ারাবাজারে মাহমুদুল হাসান মামুন (২৪) নামের এক যুবককে ডিজিটাল নিরাপত্তা আইনে আটক করেছে পুলিশ।
সোমবার রাতে উপজেলা সদর থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, দেশব্যাপি সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়লে উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের ইদনপুর গ্রামের নজির উদ্দিন মাস্টারের পুত্র মাহমুদুল হাসান ওরফে মামুন তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি (সভপ সধসঁহ) থেকে দেশের সকল পূজা ম-প বন্ধ করে দেয়ার দাবি জানিয়ে পোস্ট করে। বিষয়টি পুলিশের নজরে আসলে সোমবার রাতে তাকে আটক করা হয়।
ধর্মীয় উস্কানিমূলক ও আক্রমণাত্মক পোস্ট করায় তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে দোয়ারাবাজার থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। (মামলা নং- ০৯, ১৮/১০/২০২১)।
দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী যে কোন অপশক্তির বিরুদ্ধে পুলিশ তৎপর আছে। ফেইসবুকসহ যেকোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার, উস্কানীমুলক বক্তব্য, সহিংসতা, গুজব ছড়িয়ে আইন- শৃঙ্খলা বিঘœকারীদের বিরুদ্ধে কঠোরভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com