জগন্নাথপুর২৪ ডেস্ক::
সুনামগঞ্জের দোয়ারাবাজারের পল্লীতে হাসান আলী (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। নিহত হাসান আলী উপজেলার নরসিংপুর ইউনিয়নের দ্বীনেরটুক গ্রামের নোয়াব আলীর ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার দিনগত রাত অনুমান ১১টার দিকে নরসিংপুর- শ্রীপুর রাস্তায় দ্বীনেরটুক মাদরাসাগামী ব্রিজের কাছাকাছি স্থানে ঘটনাটি ঘটে। এসময় ড্রাইভার হাসান আলী স্থানীয় নরসিংপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। ঘটনার সঠিক কারণ জানা যায়নি। তবে ওইদিন সন্ধ্যারাতে স্থানীয় নরসিংপুর বাজারে বিভিন্ন জনের সাথে হাসান আলীর দেন-দরবার হয়ে থাকে বলে স্থানীয়দের মাঝে কানাঘুষা চলছে। নিহত হাসান আলী এক পুত্র সন্তানের জনক।
এ ব্যাপারে দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক জাানান, খবর পেয়ে রাতেই লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে ময়না তদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তবে প্রাথমিক সুরতহাল রিপোর্টে নিহতের বুকে পিঠে ধারালো অস্ত্রের কুপসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানান তিনি।