Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

দোয়ারাবাজারে ফেসবুকে উস্কানিমূলক পোষ্ট করায় শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ

জগন্নাথপুর২৪ ডেস্ক::

দোয়ারাবাজারে হিন্দু সম্প্রদায়ের বাড়ি—ঘর ও দোকানে হামলা, লুটপাট করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) এমন মন্তব্য করার জেরে এক শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।
অভিযুক্ত শিক্ষক পল্টু রায় তাহিরপুর উপজেলার দুধের আউটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত।
বুধবার (৪ ডিসেম্বর) সুনামগঞ্জের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মাহবুব জামান স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার ফেসবুক আইডি থেকে সা¤প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য করা হয়েছে। এই বিষয়টি একটি পত্রিকার সাংবাদিক জেলা শিক্ষা অফিসকে অবগত করেন। একজন শিক্ষক (সরকারি চাকরিজীবী) হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন সা¤প্রদায়িক উস্কানিমূলক পোস্ট করা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা (২০১৯) এর পরিপন্থী এবং সরকারি শৃঙ্খলা (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা (২০১৮) অনুযায়ী অসদাচরণের পর্যায়ভুক্ত শাস্তিযোগ্য অপরাধ।
এমন অসদাচরণের জন্য ওই শিক্ষকের বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার সন্তোষজনক জবাব আগামী ৩ কর্মদিবসের মধ্যে জানানোর জন্য নির্দেশ করা হয়েছে।
তাহিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল আওয়াল বলেন, এমন একটি চিঠি অফিসের মেইলে পেয়েছি।

Exit mobile version