জগন্নাথপুর২৪ ডেস্ক::
জায়গা-জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে ভাতিজার হাতে খুন হয়েছেন চাচা। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ফতিপুর গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় দুপুরে শহরের পুরাতন বাসস্টেশন এলাকা থেকে ভাতিজা এখলাছকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা যায়, ইস্কন্দর আলী (৭০) এর সাথে দীর্ঘদিন ধরে এখলাছ মিয়ার (৪০) জায়গা-জমি নিয়ে বিরোধ রয়েছে। এ নিয়ে মামলা মোকদ্দমাও চলছে। বৃহস্পতিবার সকালে একটি মামলার হাজিরা দিতে সুনামগঞ্জ আদালতে যান ইস্কন্দর আলীর ৩ ছেলে সহ অন্যান্য লোকজন। বাড়িতে শুধু ছিলেন ইস্কন্দর আলী। বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে এখলাছ মিয়া এক্সকেভেটর ও নিজের লোকজন নিয়ে পুকুর ভরাট করতে যায়। এসময় পুকুর ভরাটে বাধা দিলে ইস্কন্দর আলীকে কিল-ঘুষি ও লাঠিসোটা দিয়ে মারতে শুর” করে এখলাছ মিয়া ও তার সঙ্গে থাকা লোকজন। এক পর্যায়ে ঘটনাস্থলেই ইস্কন্দর আলীর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তবে ঘটনার পরপরই এখলাছ মিয়া ও তার লোকজন বাড়ি থেকে পালিয়ে গেছে।
ইস্কন্দর আলীর ছেলে আব্দুস ছোবহান বলেন, এখলাছ মিয়া আমার চাচার ঘরের ভাই। জায়গা-জমি নিয়ে অনেকদিন ধরে তার সাথে আমাদের বিরোধ আছে। এ ঘটনায় মামলাও আছে। আজ একটি মামলায় হাজিরা দিতে আমরা সুনামগঞ্জে যাই। সেই সুযোগে আমাদের জমিতে জোরপূর্বক সে মাটি কাটতে চায়, আমার বাবা গিয়ে নিষেধ দিলে তার লোকজন নিয়ে বাবাকে মাটিতে ফেলে দেয়। এরপর লাঠিসোটা নিয়ে মারধর ও বুকে কিল-ঘুষি মারে। একপর্যায়ে ঘটনাস্থলেই বাবার মৃত্যু হয়।
দোয়ারাবাজার থানার এসআই সম্রাট মিয়া দুপুরে জানিয়েছেন, চাচাকে হত্যার দায়ে ভাতিজা এখলাছ মিয়াকে সুনামগঞ্জ পৌর শহরের পুরাতন বাসস্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনাস্থলে থাকা দোয়ারাবাজার থানার ওসি (তদন্ত) শামসুদ্দিন খান বলেন, ঘটনাস্থলে আছি, তদন্ত চলছে। তিনি আরও বলেন, বাড়িতে শুধু মহিলারা রয়েছেন, অভিযুক্তরা পালিয়ে গেছে।