বিশেষ প্রতিনিধি: সিলেট থেকে প্রকাশিত কোটি মানুষের পত্রিকা দৈনিক শুভ প্রতিদিন এর আত্মপ্রকাশ উপলক্ষে জগন্নাথপুর পৌর শহরে বনাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। শুভ প্রতিদিন পত্রিকার বিশেষ প্রতিনিধি জগন্নাথপুর প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মোঃ সানোয়ার হাসান সুনু’র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন জগন্নাথপুর উপজেলা শাখা সভাপতি মাওলানা মুহিবুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন জালালী, জগন্নাথপুর প্রেস ক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব, নিরাপদ সড়ক চাই আন্দোলনের জগন্নাথপুর উপজেলা সভাপতি জাহেদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক জয়নুল হক, জগন্নাথপুর বাজার বনিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনহার, মানিক মিয়া, রাজু আহমদ, জুয়েল মিয়া প্রমুখ। বক্তাগন শুভ প্রতিদিন পত্রিকার শুভ কামনা করে এর সার্বিক সাফল্য কামনা করেন।
Leave a Reply