জগন্নাথপুর২৪ ডেস্ক::
পেরুতে একটি হোটেলে বিয়ের অনুষ্ঠানে দেয়াল ধসে অন্তত ১৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৩৪ জন। দক্ষিণ পেরুর আবানকাইয়ে আলহামব্রা নামের ওই হোটেলে রোববার মধ্যরাতে এ ঘটনা ঘটে।
কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, বিয়ের অনুষ্ঠান চলাকালে ভারি বৃষ্টিতে হোটেলের দেয়াল ধসে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে। পেরুর দমকল বিভাগের প্রধান হোর্হে শ্যাভেজ জানিয়েছেন, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা সঙ্কটজনক।
শ্যাভেজ জানান, বৃষ্টিতে মধ্যরাতের পর দেয়াল ধসে পড়লে হোটেল প্রাঙ্গনে ছাউনি দেওয়া একটি অংশ অনুষ্ঠানে আগতদের ওপর ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান ১৩ জন ।
আলহামব্রা হোটেলটি পাহাড়ি একটি ঢালের পাশে অবস্থিত। যে দেয়াল ধসে পড়েছে সেটি ভূমিধস থেকে হোটেলকে রক্ষার জন্য তৈরি করা হয়েছিল।