জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: মাত্র দেড়শ’ টাকার জন্য বন্ধুদের লোহার রড-শাবলের আঘাতে প্রাণ হারিয়েছেন কলেজ ছাত্র মো. ইসমাইল।
বন্ধুদের মারধরে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে ৫দিন চিকিৎসাধীন থাকার পর পরপারে চলে যায় ইসলামাইল।
ইসমাইলের বাড়ি নরসিংদীর বেলাবো উপজেলার বাজনা ইউনিয়নের বীর-বাঘব গ্রামে। তার পিতার নাম মো. আওয়াল মিয়া। ইসমাইল হারিসাঙ্গানা কারিগরি কলেজের ১ম বর্ষের ছাত্র ছিলেন।
এ ঘটনায় নিহত ইসমাইলের পিতা আওয়াল মিয়া বাদী হয়ে ফয়সাল নামে তার ছেলের এক বন্ধুসহ ৬ জনকে আসামি করে বেলাবো থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
সোমবার সকালে ইসমাইলের বন্ধুদের বিরুদ্ধে হত্যা মামলা রুজু হয়।
মামলার পর পুলিশ আসামিদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছে।
Leave a Reply