জগন্নাথপুর২৪ ডেস্ক:
সিরিয়ার রাজধানী দামেস্ক দখলের ঘোষণা দিয়েছে বিদ্রোহীরা। তাদের দাবি দেশ ছেড়ে পালিয়েছেন বাশার আল-আসাদ। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এতে বলা হয়, এক বিবৃতিতে বিদ্রোহীরা জানিয়েছেন, পালিয়েছেন স্বৈরাচারী বাশার আল-আসাদ। এছড়া দামেস্ককে স্বাধীন হিসেবে ঘোষণা করেছেন তারা। বিদ্রোহীরা দাবি করেছেন, রাজধানী দামেস্কের কুখ্যাত সেদনায়া কারাগারে প্রবেশ করেছেন তারা। কারাগারের ফটক খুলে দিয়েছেন। আজ রোববার বিদ্রোহীদের পক্ষ থেকে টেলিগ্রামে এই দাবি করা হয়।