জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক::একদিনের ব্যবধানে দেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড হয়েছে। মঙ্গলবার দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে ৭ হাজার ৬৮১ মেগাওয়াট। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) পরিচালক (জনসংযোগ) সাইফুল হাসান চৌধুরী বলেন, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিদ্যুৎ উৎপাদনে এ রেকর্ড হয়।আগের দিন সোমবার দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছিল ৭ হাজার ৬৫৮ মেগাওয়াট।বুধবারের পূর্বাভাসে পিডিবি বলেছে, ৭ হাজার ৭০০ মেগাওয়াটের চাহিদার বিপরীতে বিদ্যুৎ হবে ৭ হাজার ৮৫০ মেগাওয়াট। এরমধ্যে ভারত থেকে আমদানির পূর্বাভাস দেওয়া হয়েছে ৪৬৫ মেগাওয়াট।আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর গত ছয় বছরে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা তিন গুণ বাড়িয়ে প্রায় ১১ হাজার মেগাওয়াটে নিয়ে যাওয়া হয়েছে।বিদ্যুৎ উৎপাদনও বেড়েছে প্রায় দ্বিগুণ। ২০০৮ সালের ১৯ সেপ্টেম্বর দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছিল ৪ হাজার ৩৬ মেগাওয়াট।
২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার লক্ষ্যে বিদ্যুতের চাহিদা মেটাতে পারমানবিকসহ বড় বড় (বেইস লোড) বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ চলছে।
Leave a Reply