যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সুনামগঞ্জ-৩ আসনের বিএপির দলীয় মনোনয়ন প্রত্যাশী কয়ছর এম আহমেদ দেশে ফিরেই দলীয় সাংগঠনিক কার্যক্রমে যোগদান করেছেন।
শনিবার বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন বিএনপি, অঙ্গে ও সহযোগি সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতারপূর্বক আলোচনায় যোগদান করেন। এসময় তিনি প্রধান বক্তা হিসেবে তাঁর বক্তব্য বলেন, নির্বাচন নিয়ে কোন ধরনের টালবাহানা চলছে। চলতি বছরের
ডিসম্বরের নির্বাচন নিতে হবে। এদেশের মানুষ একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায়। তাই জনগনের দাবির প্রতি সম্মান জানিয়ে অর্ন্তবর্তী সরকারে আগামী জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরে সম্পন্ন করার আহবান জানান তিনি।
এরআগে তিনি যুক্তরাজ্য থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে শনিবার দুপুরে সিলেট ওসমানি বিমানবন্দরে এসে পৌঁছালে স্সখানে তাঁকে বিপুল সংখ্যাক নেতাকর্মী ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় সুনামগঞ্জ জেলা বিএনপির আহব্বায়ক কলিম উদ্দিন মিলনসহ সিলেট, জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কয়ছর এম আহমদ জগন্নাথপুর পৌরসভার ছিলিমপুর এলাকার বাসিন্দা।
যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদের সফরসঙ্গী যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক সুজাতুর রেজা বলেন, আলহামদুলিল্লাহ
সুস্থ অবস্থায় আমরা দেশে ফিরেছি।
তিনি জানান, আমাদের নেতা কয়ছর আহমদ জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলায় দলীয় সাংগঠনিক কর্মসুচির পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নিবেন। আগামী ২৮ মার্চ তিনি যুক্তরাজ্যের উদ্দেশ্য বাংলাদেশ ত্যাগ করবেন।