জগন্নাথপুর২৪ ডেস্ক::
দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ শ্রীমঙ্গলে। রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। এটিই দেশের দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (২৩ জানুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
তাপমাত্রা নিচে নামার কারণে চায়ের রাজধানীখ্যাত শ্রীমঙ্গলে বাড়ছে শীতের তীব্রতা। কন কনে শীত ও ঘন কুয়াশার কারণে সাধারণ হাওরপাড় ও চা বাগান এলাকাসহ শ্রমজীবি মানুষ ভোগান্তিতে পরেছেন। কনকনে ঠাণ্ডায় ঘন কুয়াশায় আচ্ছন্ন পুরো জেলা।
এদিকে শনিবার ১৬ জানুয়ারি শ্রীমঙ্গলে ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গতকাল ১৭ জানুয়ারি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত দুইদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো শ্রীমঙ্গলে।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়াবিদ মো. জাহেদুল ইসলাম মাছুম জানান, মৌলভীবাজার জেলাজুড়ে বইছে মাঝারি শৈত্যপ্রবাহ।
শীতের তীব্রতা আরও বৃদ্ধি পেতে পারে। আরও কয়েকদিন শীত থাকবে বলে জানান তিনি।
Leave a Reply